ইউএনবির সাথে টেলিফোনে আলাপকালে মন্ত্রী বলেন, ‘আজ (রবিবার) পর্যন্ত হাওর অঞ্চলের ৫০ শতাংশ ধান কাটা হয়েছে।’
তিনি বলেন, ভারী বৃষ্টিপাত বা আকস্মিক বন্যার ফলে ফসলের ক্ষতি হওয়ার ঝুঁকি বিবেচনা করে সরকার বোরো ধান কাটাতে বিভিন্ন অঞ্চল থেকে পর্যাপ্ত সংখ্যক শ্রমিককে হাওরে ধান কাটার কাজে জড়িত করেছে।
মন্ত্রী জানান, এখন স্থানীয়সহ প্রায় ৩ লাখ ৯ হাজার শ্রমিক হাওর অঞ্চলে ফসল সংগ্রহের কাজ করছেন।
তিনি আরও জানান, প্রায় ৪০০ কম্বাইন হারভেস্টার এবং ৪০০ এর বেশি রিপার ওই অঞ্চলে ফসল সংগ্রহের কাজে লাগানো হয়েছে।
‘সরকারের প্রস্তুতি থাকলেও এখন বিআর-২৯ ধান ঘরে তোলা যাচ্ছে না, কারণ এ জাতের ধান পাকতে আরও ৬-৭ দিন সময় লাগবে,’ বলেন মন্ত্রী।
ড. আবদুর রাজ্জাক বলেন, বৃষ্টিপাত হলেও সমতল জমি থেকে এ ধান কাটাতে কোনো সমস্যা হবে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে, সাত জেলা- কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার হাওরে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।